ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

করোনায় মারা গেলেন নির্বাচন কর্মকর্তা সাইফুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
করোনায় মারা গেলেন নির্বাচন কর্মকর্তা সাইফুজ্জামান এবিএম সাইফুজ্জামান।

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান। তিনি ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার (০৩ আগস্ট) বেলা সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন সাইফুজ্জামান। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ গুণগ্রাহী রেখে গেছেন।

সাইফুজ্জামানের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছিলেন তিনি।

এর আগে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনসহ নির্বাচন কমিশনের সাত কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা যান।

করোনার শুরু থেকেই এনআইডি কার্যক্রমসহ অন্যান্য সেবা দিচ্ছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ইসির ২০২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১২৩ জন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।