ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুর-২ ভোট: ২৬ জুলাইয়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
লক্ষ্মীপুর-২ ভোট: ২৬ জুলাইয়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব আগামী ২৬ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এক্ষেত্রে প্রার্থিরা রিটার্নিং কর্মকর্তার কাছে হিসাব জমা দেবেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, কোনো আসনে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হলে সেই তারিখের ৩০ দিনের মধ্যে সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়।

গত ২৭ জুন এ উপ-নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়েছে। সে অনুযায়ী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ আগামী ২৬ জুলাই।

ইসি প্রকাশিত গেজেট অনুযায়ী, উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দীন চৌধুরী নয়ন, বাবা সুলতান আহাম্মদ মাস্টার, মা সামসুন্নাহার চৌধুরী। ঠিকানা- হোল্ডিং নম্বর ১২২০, লুবনা কটেজ, বাঞ্চানগর, লক্ষ্মীপুর।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ মোহা. ফায়িজ উল্যাহ শপন।

এ দুই প্রার্থীকেই ভোটে ব্যয়ের হিসাব জমা দিতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জন্য ভোটার প্রতি গড় ব্যয় ১০ টাকা নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন। তবে কোনো আসনের ভোটার সংখ্যার আধিক্যের কারণে মোট ব্যয় ২৫ লাখ টাকার বেশি হতে পারবে না।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা না দিলে বা কমিশন নির্ধারিত অঙ্কের বেশি ব্যয় করলে তার বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে।  

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যথা সময়ে ব্যয়ের হিসাব না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছিল ইসি। সে সময় ভোটার প্রতি ব্যয় ধরা হয়েছিল ৮ টাকা। যদিও সেবারও সর্বোচ্চ ব্যয় ছিল ২৫ লাখ টাকা।

একাদশ জাতীয় সংসদে এ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল। গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় তার (লক্ষ্মীপুর-২) আসনটি ২২ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আসন শূন্য ঘোষণা গেজেট নির্বাচন কমিশনে পাঠানো হলে গত ৩ মার্চ উপ-নির্বাচনের তফসিল দেয় ইসি। ১১ এপ্রিল ভোটের তারিখ থাকলেও পরবর্তীতে করোনার কারণে পিছিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সে সময়ও শেষ হয়ে আসায় গত ২ জুন নির্বাচনের জন্য ২১ জুন নতুন তারিখ দেয় কমিশন।

পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকার মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এনে ২০২০ সালের ৭ জুন আটক করেছিল। তারপর বিচারকাজ শেষে দেশটির আদালত ২৮ জানুয়ারি রায় দেন। তার স্ত্রী সেলিনা ইসলামও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।