ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ মাহবুব তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ মাহবুব তালুকদার

ঢাকা: দ্বিতীয়বার পরীক্ষায়ও নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের করোনা পজিটিভ এসেছে। শনিবার (৩ জুলাই) রাতে জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য জানান।

এনাম উদ্দীন বলেন, দ্বিতীয়বার পরীক্ষায়ও স্যারের করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালকুদার। পরিস্থিতি অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। অনেক জ্বর থাকায় ২০ জুন পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন। এছাড়া অন্য একজন কর্মকর্তাও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সম্প্রতি চট্টগ্রামের এক নির্বাচন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।