ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালাই পৌরসভার মেয়র রাবেয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, ফেব্রুয়ারি ১৪, ২০২১
কালাই পৌরসভার মেয়র রাবেয়া রাবেয়া সুলতানা

জয়পুরহাট: ৯ হাজার ১৭৭ ভোট পেয়ে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের (নৌকা প্রতীক) দলীয় প্রার্থী রাবেয়া সুলতানা।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী সোহেল তালুকদার পেয়েছেন ৮০০ ভোট।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মোবারক হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ১১৯ ভোট।  

কালাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ১৩ হাজার ৫২৬ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৫১ জন ও নারী ৭ হাজার ৭৫ জন।  
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।