ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

পৌর নির্বাচন

৫ম ধাপের প্রার্থীদের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
৫ম ধাপের প্রার্থীদের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নাম, ঠিকানা, টিআইএনসহ নয় ধরনের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রাপ্তির পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তাদের ঋণ খেলাপের তথ্য দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর যুগ্ম পরিচালক মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের মোট ৩২টি পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ১২৪ জন, কাউন্সিলর পদে ১ হাজার ৪৫৬ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাদের মনোনয়নপত্র বাছাই করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক তথ্যগুলো প্রয়োজন পড়বে।

২৮ ফেব্রুয়ারি ৩২ পৌরসভায় সাধারণ নির্বাচন ছাড়াও ৫টি পৌরসভায় উপনির্বাচন, ১টি জেলা পরিষদ উপনির্বাচন, ৪টি উপজেলা পরিষদ উপনির্বাচন, ১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ও ১২টি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের প্রার্থীদের ঋণখেলাপের তথ্যও দেবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক যেসব তথ্য চেয়েছে সেগুলো হলো— প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর, করদাতা শনাক্তকরণ সংখ্যা, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।