ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

নির্বাচ‌নে বিশৃঙ্খলার অভিযোগে ভুঞাপুর উপ‌জেলা আ.লী‌গ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
নির্বাচ‌নে বিশৃঙ্খলার অভিযোগে ভুঞাপুর উপ‌জেলা আ.লী‌গ নেতা আটক তাহেরুল ইসলাম তোতা‌

টাঙ্গাই‌ল: টাঙ্গাই‌লের ভুঞাপুর পৌরসভা নির্বাচ‌নে কেন্দ্র দখ‌ল ও বিশঙ্খলার অভিযোগে উপ‌জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌ তাহেরুল ইসলাম তোতাকে আটক করেছে পু‌লিশ।  

শ‌নিবার (৩০ জানুয়া‌রি) দুপুর আড়াইটার দি‌কে পৌরসভার ২ নম্বর ওয়া‌র্ডের টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্র থে‌কে তাকে আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন অতি‌রিক্ত পু‌লিশ সুপার কাজী নুসরাত এ‌দীব লুনা।

এর আগে, দুপু‌রের দি‌কে ওই কে‌ন্দ্রে নৌকার স্লোগান দি‌য়ে একদল মানুষ কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে নৌকা প্রতী‌কে জাল ভোট দি‌তে থা‌কেন।

টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এটিএম সামসুজ্জামান বাংলানিউজকে ব‌লেন, একদল লোক নৌকার মি‌ছিল নি‌য়ে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে এবং নৌকায় জাল ভোট দি‌তে থাকে। প‌রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী আসার পর তারা পা‌লি‌য়ে যায়। এ সময় কিছু নৌকা প্রতী‌কে সিল মারা ব‌্যালট পাওয়া গে‌ছে। ত‌বে কী প‌রিমাণ ব‌্যাল‌টে জাল সিল মারা হ‌য়ে‌ছে সেই তথ‌্য জানা যায়নি।

অতি‌রিক্ত পু‌লিশ সুপার কাজী নুসরাত এ‌দীব লুনা বাংলানিউজকে ব‌লেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অভিযোগে উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌কে আটক করা হ‌য়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।