ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেবহাটা উপ-নির্বাচনে নৌকার মুজিবর জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
দেবহাটা উপ-নির্বাচনে নৌকার মুজিবর জয়ী মুজিবর রহমান

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপ‌জেলা প‌রিষ‌দের উপ‌-নির্বাচ‌নে চেয়ারম্যান পদে আওয়ামী লী‌গের প্রার্থী মুজিবর রহমান নির্বা‌চিত হয়েছেন। নৌকা প্রতীক নি‌য়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৪৬৪ ভোট।

বৃহস্প‌তিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার এ ফলাফল ঘোষণা করা হয়।  

নির্বাচ‌নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী হাজী র‌ফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯৯৩ ভোট। এছাড়া আম প্রতীক নি‌য়ে ন্যাশনাল পিপলস পার্টির (এন‌পি‌পি) অজিয়ার রহমান পে‌য়ে‌ছেন ৪০৬ ভোট।

নির্বাচ‌নের রিটা‌র্নিং অফিসার নাজমুল কবীর এ তথ্য নি‌শ্চিত ক‌রে বাংলানিউজকে বলেন, উপ-নির্বাচ‌নে ৩৮ দশ‌মিক ৪৬ শতাংশ ভোট কাস্ট হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।