ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

২০ কেন্দ্রে ৩০৬২ ভোটে এগিয়ে হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
২০ কেন্দ্রে ৩০৬২ ভোটে এগিয়ে হাবিব

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ২০ কেন্দ্রে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের চেয়ে ৩ হাজার ৬২ ভোটে ভোটে এগিয়ে রয়েছেন।

 

২০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান পেয়েছেন ৩৭১৯ ভোট। আর বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৬৫৭ ভোট। জাতীয় পার্টির নাসির উদ্দীন সরকার পেয়েছেন ২৭ ভোট।  

নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা -১৮ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ২১৭টি।  

নির্বাচনে নৌকা প্রতীকে মোহাম্মদ হাবিব হাসান ও ধানের শীষ প্রতীকে এম জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।