ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাত কেন্দ্রে ১৩৩৫ ভোটে এগিয়ে নৌকা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
সাত কেন্দ্রে ১৩৩৫ ভোটে এগিয়ে নৌকা 

ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের সাত কেন্দ্রে নৌকা প্রতীকের মোহাম্মদ হাবিব হাসান ১৩৩৫ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১৬৫০ ভোট।

আর ধান শীষ প্রতীকের এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৩১৫ ভোট।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানান নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা -১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এই সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ২১৭টি।  

নির্বাচনে নৌকা প্রতীকে মোহাম্মদ হাবিব হাসান ও ধানের শীষ প্রতীকে এম জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।