ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ঢাকা-১৮

কম-বেশি ভোটার আছে কেন্দ্রে

শাওন সোলায়মান ও মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
কম-বেশি ভোটার আছে কেন্দ্রে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের সারি, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে কম-বেশি ভোটার আছে ভোট কেন্দ্রগুলোতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে ধারণা করা হলেও  তুলনামূলকভাবে সকালেই কেন্দ্রগুলোতে বেশি ভোটার দেখা গেছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে এ আসনের ২১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে উত্তরা ৫ সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান। একই কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।  

আর মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।  

কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল বিগত নির্বাচনগুলোর তুলনায় বেশি। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করা প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে ভোটগ্রহণের হার প্রায় ৮-১০ শতাংশ।  

তবে সব কেন্দ্রে ভোটার উপস্থিতি সমান নয়। কোনো কোনো কেন্দ্রে তুলনামূলক বেশি ভোট পড়লেও কোনো কোনো কেন্দ্রে আবার কম। কেন্দ্রের বাইরে প্রার্থীদের বুথগুলোতেও ভোটারদের আনাগোনা দেখা যায়। এ আসনের প্রায় প্রতিটি কেন্দ্রের চিত্র প্রায় একই রকম।  

২৬, ২৭ ও ২৮ নম্বর কেন্দ্র নিয়ে মোট তিনটি কেন্দ্র আছে আব্দুল্লাহপুরে মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে। এখানকার ২৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাম বলেন, আমার কেন্দ্রে ভোটার মোট ২২২৯ জন। এ কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ২৪২টি ভোট কাস্ট হয়েছে। যা ১০ শতাংশের বেশি।

২৮ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, আমার কেন্দ্রে ভোটার মোট ২৪২৪ জন। এ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ২৩৫টি ভোট কাস্ট হয়েছে।

অন্যদিকে আইইএস স্কুল অ্যান্ড কলেজের ১৬ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে ১ শতাংশেরও কম। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম দুপুরে বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৪ জন। এখন পর্যন্ত ভোট পড়েছে ২৫টির মতো।  

এদিকে ভোটারদের কম উপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি¬¬ কে এম নূরুল হুদা বলেন, ভোটার কেন কম, সে বিষয়ে আমাদের বলার কিছু নেই। আমরা নির্বাচন আয়োজন করি, নিরাপত্তা ও অন্যান্য বিষয় দেখি।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এস এইচ এস/এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।