ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

পরিস্থিতি ঠিক হলে পাবনা-৪ আসনে ৩০ জুনের মধ্যে ভোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
পরিস্থিতি ঠিক হলে পাবনা-৪ আসনে ৩০ জুনের মধ্যে ভোট

ঢাকা: করোনার প্রকোপ কেটে গেলে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাবনা-৪ আসনের সংসদ সসদ্য শামসুর রহমান শরীফের শূন্য আসনে আগামী ৩০ জুনের মধ্যে ভোট হবে। অন্যথায় এ নির্বাচনটি দেরিতে অনুষ্ঠিত হবে।

গত ২ এপ্রিল পাবনার সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে।

সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে অনুযায়ী, আগামী ৩০ জুন নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে করোনার জন্য সব নির্বাচন স্থগিত রয়েছে। তাই এই নির্বাচনটিও স্থগিত কার্যক্রমের মধ্যেই রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ আসনের নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

শামসুর রহমান শরীফ পাবনা-৪ আসন (আটঘরিয়া-ঈশ্বরদী) থেকে জাতীয় সংসদে পাঁচবার প্রতিনিধিত্ব করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
ইইউডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ