[x]
[x]
bangla news

চসিক নির্বাচনে ছুটি থাকবে আধাবেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-০৫ ৬:৫৫:৪৬ পিএম
নির্বাচন ভবন।

নির্বাচন ভবন।

ঢাকা: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটদানের সুবিধার্থে আধাবেলা ছুটি রাখবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কোনো নির্বাচনে এমন সিদ্ধান্ত নিলো ভোট আয়োজনকারী সংস্থাটি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, চট্টগ্রাম বন্দরসহ গুরুত্বপূর্ণ দফতর থাকায় পুরো দিনের সাধারণ ছুটির বিপক্ষে কমিশন। তাই আধাবেলা অর্থাৎ দুপুর ১২টার পর থেকে ছুটির সিদ্ধান্ত দিয়েছে। এতে যারা ভোটার ও চাকরি করেন তারাও ভোট দিতে পারবেন।
 
আগামী রোববার (৮ মার্চ) নির্বাচন কমিশনের সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য জনপ্রশাসনকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হবে।
 
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।
 
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
ইইউডি/আরবি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-05 18:55:46