ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ভোটের ফল পরিবর্তন: বাতেনকে প্রমাণসহ প্রতিবেদনের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
ভোটের ফল পরিবর্তন: বাতেনকে প্রমাণসহ প্রতিবেদনের নির্দেশ নির্বাচন কমিশন ভবন: ফাইল ফটো

ঢাকা: সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে একটি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ভোটে এগিয়ে থাকলেও তাকে পরাজিত ঘোষণার পর ফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা (আরও) মো. আবদুল বাতেন। কী কারণে এই বিষয়টি ঘটল তার পক্ষে যথাযথ দালিলিক প্রমাণাদিসহ প্রতিবেদন দেওয়ার জন্য আরওকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, রিটার্নিং কর্মকর্তা কেবল আমাদের ফলাফল স্থগিতের বিষয়টি জানিয়েছেন। কিন্তু এর কোনো প্রতিবেদন দেননি।

আমরা দালিলিক প্রমাণাদিসহ প্রতিবেদন চেয়েছি। এটা তাকে দিতে হবে।

জানা গেছে, ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর ২৭ ভোটে জয়লাভ করেন। কিন্তু ০১ ফেব্রুয়ারি রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে ‘টিফিন ক্যারিয়ার’ মার্কার স্বতন্ত্র প্রার্থী জুবায়েদ আদেলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল এনে আলমগীর তার জয়ের বিষয়টি জানালে রিটার্নিং কর্মকর্তা বাতেন পরেরদিন ফলাফল স্থগিত করেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
ইইউডি/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad