ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ঢাকা উত্তর সিটিতে কাউন্সিলর পদে জয় পেলেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ঢাকা উত্তর সিটিতে কাউন্সিলর পদে জয় পেলেন যারা ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা: ঢাকা উত্তর সিটিতে কাউন্সিলর পদে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

রাত ৩টা নাগাদ ঘোষিত বিজয়ীরা হলেন-
২ নম্বর ওয়ার্ডে মো. সাজ্জাদ হোসেন
৩ নম্বর ওয়ার্ডে কাজী জহিরুল ইসলাম
৫ নম্বর ওয়ার্ডে আবদুর রউফ
৭ নম্বর ওয়ার্ডে মো. তোফাজ্জেল হোসেন
৮ নম্বর ওয়ার্ডে মো আবুল কাশেম
২৩ নম্বর ওয়ার্ডে মো. শাখাওয়াত হোসেন
২৪ নম্বর ওয়ার্ডে মো. শফিউল্লাহ
২৫ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ আল মনজুর
 ২৬ নম্বর ওয়ার্ডে শামিম হাসান
২৭ নম্বর ওয়ার্ডে ফরিদুর রহমান খান
 ২৮ নম্বর ওয়ার্ডে মো ফোরকান হোসেন
২৯ নম্বর ওয়ার্ডে সলিমুল্লাহ সলু
৩০ নম্বর ওয়ার্ডে মুক্তার সরদার
 ৩১ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম
৩২ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাসান নুর
৩৩ নম্বর ওয়ার্ডে আসিফ আহমেদ
 ৩৪ নম্বর ওয়ার্ডে শেখ মুহাম্মদ হোসান
৩৬ নম্বর ওয়ার্ডে তৈমুর রেজা
 ৩৮ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম
 ৪৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম ভূইয়া
 ৪৪ নম্বর ওয়ার্ডে মো শফিকুল শফিক ও
৪৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীন।


এবার প্রথমবারের মতো বিভক্ত ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।
এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিএনপি প্রার্থীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা, ইভিএম বিভ্রাট, এজেন্ট ঢুকতে না দেওয়া, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।