ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

দক্ষিণে আ.লীগের ২, বিএনপির ১ জন কাউন্সিলর নির্বাচিত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
দক্ষিণে আ.লীগের ২, বিএনপির ১ জন কাউন্সিলর নির্বাচিত

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে তিনটি সাধারণ ওয়ার্ডে আওয়ামী লীগের দুই এবং বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন দক্ষিণের রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ ফলাফল ঘোষণা করেন৷

বিজয়ীদের মধ্যে দুইজন আওয়ামী লীগ ও একজন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী। একইসঙ্গে একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর ঘোষণা করা হয়েছে৷

বিজয়ীরা হলেন-ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত রোকন উদ্দিন আহমেদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক।

৪০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল ইসলাম খান টিপু এবং ৪৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত বাদল সরদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ।

এবং ১৪ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত লাভলী চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াসমিন৷

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসকে/ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad