ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবকে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবকে চিঠি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য র‌্যাব-২ কে চিঠি দিয়েছে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম।

বুধবার (২৯ জানুয়ারি) উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।  

চিঠিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ভোটকেন্দ্র থেকে ফলাফল গ্রহণ, পরিবেশন কেন্দ্র ও কন্ট্রোলরুম হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগারগাঁও, ঢাকাকে নির্ধারণ করা হয়েছে।  

নির্বাচনে ফলাফল গ্রহণ, পরিবেশন কেন্দ্র কন্ট্রোলরুমের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তার প্রয়োজন।  

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তাই নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১ ফেব্রুয়ারি ফলাফল গ্রহণ, পরিবেশন কেন্দ্র ও কন্ট্রোলরুম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগারগাঁও ঢাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।