ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকে তাবিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকে তাবিথ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র  প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান,  বিএনপি চেয়ারপারসনের  উপদেষ্টা মিজানুর রহমান মিনু,  সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,  বিএনপি নেতা  সরদার শাখাওয়াত হোসেন বকুল,  আলী নেওয়াজ মাহমুদ  খৈয়ুম, সেলিম ভূইয়া, জেবা খান, সুলতানা আহম্মেদ প্রমুখ।

এছাড়া ব্রিটিশ দূতাবাসের দুই জন কর্মকর্তা রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএইচ /এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।