[x]
[x]
bangla news

‘১৬-১৭ বছর বয়সীরা দ্রুততম সময়ে এনআইডি পাবেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২০ ৫:২৯:৫০ পিএম
ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন

ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন

ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেছেন, ১৬ ও ১৭ বছর বয়সীদের দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার (২০ জানুয়ারি) তিনি এ কথা বলেন।

মো. সাইদুল ইসলাম বলেন, দেশের সব নাগরিকেরই এনআইডি পাওয়ার অধিকার রয়েছে। তবে আমরা বর্তমানে ১০ বছর বয়সীদের এনআইডি দেওয়ার লক্ষ্যে কার্যক্রম হাতে নিচ্ছি। ধীরে ধীরে সবাইকেই দেওয়া হবে।

তিনি বলেন, এরইমধ্যে ১৬ ও ১৭ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করেছি। তাদের ১০ আঙুলের ছাপ, ছবি এবং চোখের আইরিশের প্রতিচ্ছবিও নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে আমাদের কার্যক্রম চলছে। দ্রুততম সময়ে তাদের আমরা এনআইডি দেবো।

এনআইডি মহাপরিচালক বলেন, দেশের সব নাগরিক এনআইডি পেলেও তারা ভোটার হবেন কেবল ১৮ বছর বয়স হলেই।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ইইউডি/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   জাতীয় পরিচয়পত্র
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-01-20 17:29:50