ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগ অবরোধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শাহবাগ অবরোধ

ঢাকা: সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার পর বিক্ষোভ সহকারে সড়ক অবরোধ শুরু করেন তারা। এসময় তারা নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে স্লোগান দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের বলেন, পূজা ও নিবাচন একই দিনে হতে পারে না। শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করে জনদুভোদের তৈরি করা আমরাও চাই না। কিন্তু আজকে যখন হাইকোর্টও ৩০ তারিখ নির্বাচনের রায় দিলেন তখন আমরা এখানে না এসে পারলাম না।

যতক্ষণ দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ আন্দোলন চলবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।