bangla news

ই‌সির ভূ‌মিকা সন্তোষজনক নয়: তা‌বিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৪ ১১:৪৮:৪৭ এএম
দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। ছবি: বাংলানিউজ

দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচন ক‌মিশনের (ইসি) ভূ‌মিকায় সন্তোষজনক নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশনের (ডিএনসিসি) বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর উত্তর বাড্ডায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের তি‌নি এ কথা জানান।

বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল বলেন, আমাদের প্রচারে বাধা সৃ‌ষ্টি করা হচ্ছে। কাউ‌ন্সিলরদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হ‌য়ে‌ছে। ই‌সি এখনো এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেয়‌নি।
 
‌তি‌নি ব‌লেন, সিটি নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লে‌য়িং‌ ফিল্ড তৈরি হয়নি। শত বাধার পরও বিএন‌পির নেতাকর্মীরা শান্ত আ‌ছেন। তারা যতই উস্কানি দেক আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে মা‌ঠে আ‌ছি। মাঠে থাক‌বো।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। ছবি: বাংলানিউজ
তিনি ব‌লেন, ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে বিজয় নিশ্চিত হবে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌বে‌দিন ফারুক, বিএন‌পি নেতা আহসান উল্লাহ হাসান, বজলুল বা‌সিদ আঞ্জু, ২১ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী এ‌ জি এম শামসুল হক, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এস এম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

মঙ্গলবার উত্তরের মধ্য বাড্ডা বাজার, মেরুল বাড্ডা, ৩৭, ৩৮, ৩৯, ৪০ নম্বর ওয়া‌র্ডে প্রচারণা চালা‌বেন তাবিথ আউয়াল।

বাংলাদেশ সময়: ১১৪৮ জানুয়ারি ১৪, ২০২০
এমএইচ/আরআইএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-14 11:48:47