ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হাজার ৪১৭ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নূর হোসেন পাটওয়ারী (নৌকা)। 

সোমবার (১৩ জানুয়ারি) রাতে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৩১টি কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে এই প্রথম হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নূর হোসেন পাটওয়ারী মোট ভোট পেয়েছেন ১৬ হাজার ২৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী মোতালেব জমাদার পেয়েছেন ১১ হাজার ৮৩২ ভোট।

নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী, আটজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দু’জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

হাইমচরে মোট ভোটার ৮০ হাজার ২৩৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪১৭ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৮১৭ জন।  

** হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন সোমবার

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।