ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

মনোনয়ন প্রত্যাহার করলেন ৩০ কাউন্সিলর প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
মনোনয়ন প্রত্যাহার করলেন ৩০ কাউন্সিলর প্রার্থী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ৩৫৮ জন প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত ৩০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন ডিএনসিসির রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

মো. আবুল কাসেম বলেন, মেয়র পদে এখন পর্যন্ত ৬ জন প্রার্থী রয়েছেন।

কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। সাধারণ ওয়ার্ডে ৩৫৮ জনের মধ্যে ৩০ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। একইসঙ্গে সংরক্ষিত আসনে ৮৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

‘শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতীক বরাদ্দ হবে। প্রার্থীরা প্রতীক নিয়েই সরাসরি প্রচারণায় অংশ নিতে পারবেন। ’

রিটানিং অফিসার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। কেউ যদি নির্বাচনী বিধি লঙ্ঘন করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। নির্বাচনকে আমরা সংঘাতে পরিণত হতে দেবো না।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।