ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির তসিকুল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির তসিকুল জয়ী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৭ হাজার ৯১৩ ভোট পেয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. তসিকুল ইসলাম তসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম। তিনি ৯৩ হাজার ৮৩১ ভোট পেয়েছেন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী মোসা. নাসরিন আখতার ৬৩ হাজার ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনসহ কর্মকর্তারা চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।  

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৫৭টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ৯১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৬৯৩ এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ২২১ জন।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।