Savlon [x]
Savlon [x]
bangla news

মেহেন্দিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী লিটন জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৪ ৯:৫৮:২২ পিএম
মাহফুজ উল লিটন

মাহফুজ উল লিটন

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল লিটন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। ৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল আলম ঘোড়া প্রতীকে ৩৬৪৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হানিফ হাওলাদার পেয়েছেন (লাঙ্গল প্রতীক) ৩০৪০ ভোট, বিএনপি প্রার্থী গোলাম ওয়াহিদ হারুন (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ২১৪৩ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ (নৌকা প্রতীক) পেয়েছেন ১৭৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পলাশ (আনারস প্রতীক) পেয়েছেন ৯৯৭ ভোট  ও অপর স্বতন্ত্র প্রার্থী কেএম রফিকুল ইসলাম (দোয়াত কলম প্রতীক) পেয়েচে ৩৬১ ভোট।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯৯টি কেন্দ্রে ৫৭৭টি বুথে একযোগে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার মোহাম্মদ নুরুল আলম সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এমএস/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-10-14 21:58:22