Savlon [x]
Savlon [x]
bangla news

জয়ের ব্যাপারে আশাবাদী সাদ এরশাদ 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৫ ২:৩১:১০ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাদ এরশাদ। ছবি: বাংলানিউজ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাদ এরশাদ। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাদ এরশাদ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাদ এরশাদ বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। আমার বাবার মত আমার সঙ্গেও রংপুরের সাধারণ জনগণ আছেন। সেহেতু আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

ভোট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের আয়োজন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

বিএনপির প্রার্থী রিটা রহমানের অভিযোগ মিথ্যা দাবি করে সাদ এরশাদ বলেন, অন্য প্রার্থীরা তাদের পরাজয় বুঝতে পেয়ে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন।

এসময় জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসানুজ্জামান নাজিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরবি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-05 14:31:10