ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

শিগগির সিঙ্গাপুর প্রবাসীদের এনআইডি দেওয়া শুরু হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, আগস্ট ২৮, ২০১৯
শিগগির সিঙ্গাপুর প্রবাসীদের এনআইডি দেওয়া শুরু হবে

ফরিদপুর: প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার লক্ষে প্রথম ধাপে সিঙ্গাপুরকে বেছে নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.)  শাহাদাত হোসেন চৌধুরী।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলার মুন্সী বাজার উচ্চ বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম  পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করা সব নাগরিককে এনআইডি দেওয়ার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ।

সিঙ্গাপুর সরকারের অনুমতি পেলেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের এনআইডি দেওয়া শুরু হবে।

এ সময় ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার নূর আমিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশনার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ফরিদপুর সদর উপজেলার কাফুরা, পসরা, দেওড়া ও মামুদপুর গ্রামের প্রায় চার হাজার ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ