[x]
[x]
bangla news

কমলনগরের কালকিনি-সাহেবেরহাট ইউপি নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৩ ৭:৫৪:৩০ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (২৩ জুন) বিকেলে কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়নের সীমানা পুনঃনির্ধারন না হওয়া এবং নদী ভাঙন অব্যাহত থাকায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাচন কার্যালয় ও রির্টানিং কার্যালয়ের কার্যালয়ে পাঠান হয়েছে বলে যোগ করেন তিনি।

দীর্ঘ ৮ বছর পর ওই দুই ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২০ জুন বিভিন্ন পদে ১২২ জন মনোনয়নপত্র জমা দেন।

রোববার (২৩ জুন) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আগামী ১৭ জুলাই ভোটগ্রহণের দিন ধার্য ছিলো।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা,, জুন ২৩, ২০১৯
এসআর/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   লক্ষ্মীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2019-06-23 19:54:30