Savlon [x]
Savlon [x]
bangla news

ইভিএম ব্যবহারে স্বচ্ছতা-নিরপেক্ষতা নিশ্চিত হয়: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৯ ৪:৫৪:২২ পিএম
সভায় বক্তব্য রাখছেন সিইসি কে এম নূরুল হুদা। ছবি: আরিফ জাহান

সভায় বক্তব্য রাখছেন সিইসি কে এম নূরুল হুদা। ছবি: আরিফ জাহান

বগুড়া: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়’।

বুধবার (১৯ জুন) দুপুরে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সিইসি নুরুল হুদা বলেন, এখানকার উপ-নির্বাচনে ইভিএম ব্যবহারের পর আগামীতে অনুষ্ঠিত স্থানীয় সরকারের সবগুলো নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনেও যেনো ইভিএম ব্যবহার করে ভোট নেওয়া যায় সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বগুড়া-৬ (সদর) আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। ইভিএম এ ভোটগ্রহণ সুষ্ঠু হবে বলেও আশা করেন সিইসি। শেষ অবধি ইভিএমের মাধ্যমে এ আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশী সিইসি নুরুল হুদা।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর, বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ, জেলা পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে বিকেলে সিইসির সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে সভা করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমবিএইচ/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   ইভিএম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-19 16:54:22