ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

কামারখন্দে স্বতন্ত্র প্রার্থী সবুজ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
কামারখন্দে স্বতন্ত্র প্রার্থী সবুজ জয়ী শহিদুল্লাহ সবুজ

সিরাজগঞ্জ: শেষ ধাপে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দে স্বতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ সবুজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৬২১ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মতিন চৌধুরী পেয়েছেন ১৩ হাজার ৭৮৯ ভোট। এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ১৮ হাজার ৪৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন সেলিম রেজা।

 

মঙ্গলবার (১৮ জুন) রাতে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে মোট সাতজন ও ভাইস-চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সম্পা রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।