ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ইসিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মে ২২, ২০১৯
ইসিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত নির্বাচন ভবনের লেক চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়

ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল করলো নির্বাচন কমিশন (ইসি)।
 

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের লেক চত্বরে মঙ্গলবার (২১ মে) ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এতে সাবেক সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আবু হাফিজ, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ইসিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।


 
ইফতার মাহফিল উপলক্ষে এদিন বিকেল ৫টা থেকে অতিথিরা নির্বাচন ভবনে আসতে শুরু করেন। এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ অতিথিদের স্বাগত জানান।
 
ইফতারের আগে দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২১, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।