ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় ২ উপজেলায় ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ২১, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ২ উপজেলায় ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার দু’টি উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২১ মে) স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।



এর মধ্যে বিজয়নগর উপজেলা থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লুৎফুর রহমানসহ চারজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাস বকুল ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার ও বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ জুন পঞ্চম ও শেষ ধাপে দেশের অন্যান্য উপজেলার মতো বিজয়নগর ও বাঞ্ছারামপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২১ মে, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।