ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

আদিতমারীতে চেয়ারম্যান পদে আ'লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৬, মে ৬, ২০১৯
আদিতমারীতে চেয়ারম্যান পদে আ'লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৪৬ হাজার ৮৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল)। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রফিকুল আলম পেয়েছেন ৩৪ হাজার ১৮ ভোট।  

রোববার (৫ মে) রাত ৯টার দিকে কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২৩ হাজার ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্ররঞ্জন রায় (চশমা)।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাঈদুল ইসলাম বাবু (উড়োজাহাজ) পেয়েছেন ১৫ হাজার ৩০৩ ভোট।  

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২৪ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার (সেলাই মেশিন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছামছুন নাহার মিলি (পদ্মফুল) পেয়েছেন ২৪ হাজার ৩০৮ ভোট।

এ উপজেলায় ৬৭টি কেন্দ্রে মোট ভোটার এক লাখ ৬৬ হাজার ৩৬১ জন। যার মধ্যে নারী ভোটার ৮৩ হাজার ৩৮৪ জন ও পুরুষ ৮২ হাজার ২১৪ জন।  

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ ভোটগ্রহণের কথা থাকলেও প্রচারণার শেষ মুহূর্তে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ