bangla news

বীরগঞ্জ পৌরসভার মেয়র হলেন মোশারফ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-১৫ ৭:১৮:০৫ পিএম
মো. মোশারফ হোসেন বাবুল

মো. মোশারফ হোসেন বাবুল

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুল।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও বীরগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাহমুদ হাসান।

ফলাফলে মোবাইল ফোন প্রতীক নিয়ে ৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন মো. মোশারফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৬৩। 

অপর দু্ই প্রার্থীর মধ্যে নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৬০৫ ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. নূর ইসলাম ও নারিকেল গাছ প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন আবু।

জানা গেছে, মোট ১৩ হাজার ৯১৭ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৬২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে ৯৪টি ভোট।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   দিনাজপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-15 19:18:05