ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যানদের শপথ শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যানদের শপথ শনিবার

রাজশাহী: রাজশাহী বিভাগের আট জেলার ২৭ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায়। একইসঙ্গে ভাইস চেয়ারম্যানদেরও শপথ অনুষ্ঠিত হবে। 

রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান তাদের শপথবাক্য পাঠ করাবেন।

এরইমধ্যে শপথগ্রহণের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী উপ-পরিচালক পারভেজ রায়হান।  

তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।  

শনিবার সকাল ১০টায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা শপথগ্রহণ করবেন। এর পর স্ব-স্ব কর্মস্থলে গিয়ে দায়িত্বভার গ্রহণ করতে পারবেন।

প্রথমধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এবার মোট ২৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়। এতে ২৭ জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।  

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী জেলায় আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে আটজন ও নাটোরে ছয়জন মিলে ২৭ জন চেয়ারম্যান নির্বাচিত হন।  
  
জেলার নয় উপজেলার মধ্যে- মোহনপুর, তানোর, দুর্গাপুর, গোদাগাড়ী, বাঘা, পুঠিয়া, চারঘাট ও বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতায় রাজশাহীর পবা উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেন উচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad