ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগ প্রার্থী টিটু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, এপ্রিল ৫, ২০১৯
ময়মনসিংহ সিটিতে আওয়ামী লীগ প্রার্থী টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটুকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে।

শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত বছরের ১ এপ্রিল দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয় ময়মনসিংহকে। ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।  

এরপর ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। ১৬ অক্টোবর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পান ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র মো. ইকরামুল হক টিটু।  

গত ২৫ মার্চ সিটি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। নির্বাচনে মোট ১৩০টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এইইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।