ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

জাল ভোট দেওয়ার অভিযোগে ইউপি সদস্যসহ ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জাল ভোট দেওয়ার অভিযোগে ইউপি সদস্যসহ ২ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ইউপি সদস্যসহ দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৩১ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

তিনি জানান, কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরের পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে ইউপি সদস্য শাহ আলম ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আলমকে একদিন ও নিজামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, নির্বাচনী কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ইউপি সদস্যসহ দু’জনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।