ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

তিতাস উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, মার্চ ৩১, ২০১৯
তিতাস উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত প্রতীকী ছবি

কুমিল্লা: ব্যাপক অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে এ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার তিতাস উপজেলায় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরআইএস/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।