ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

যাদের হাতের কাছে পাব তাদের নিয়ে কাজ করবো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, মার্চ ২৮, ২০১৯
যাদের হাতের কাছে পাব তাদের নিয়ে কাজ করবো

নোয়াখালী: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, একটি বড় রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি, যার ফলে নির্বাচন যেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা তা হয়নি। এজন্য আমরা দায়ী নই। এটা তাদের দলীয় সিদ্ধান্ত। যাদের হাতের কাছে পাব তাদের নিয়ে কাজ করবো।

বুধবার (২৭ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফসহ নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।