[x]
[x]
bangla news

চাঁদপুরের ৭ উপজেলায় নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-২৪ ৯:৩৯:৩১ পিএম
চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীরা

চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীরা

চাঁদপুর: চাঁদপুরের সাত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের মধ্যে চারজন প্রতিদ্বন্দ্বিতায় এবং তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

এতে চাঁদপুর সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলায় অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তি উপজেলায় মো. ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) ভোটগণনা শেষে রাতে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) মো. শওকত ওসমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে বেসরকারি ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, নির্বাচনের আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, দক্ষিণ উপজেলায় এইচএম গিয়াস উদ্দিন ও হাজীগঞ্জ উপজেলায় গাজী মো. মাইনুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলার সাতটি উপজেলায় মোট ৬২ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন।

সাত উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৭ লাখ ২৬ হাজার ৩৩৪ জন। মোট কেন্দ্র ৬৪৯টি, বুথ সংখ্যা চার হাজার ৪২৭টি।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-03-24 21:39:31