ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, মার্চ ২৪, ২০১৯
কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

কিশোরগঞ্জ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ১১৭ উপজেলায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু করেছে। ভোট শুরু হওয়ার কিছু সময় পরই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

কটিয়াদী উপজেলার মোট ৮৯টি কেন্দ্রের সব কার্যক্রম স্থগিত করে বন্ধ ঘোষণা করায় এখন আর এ নির্বাচন হচ্ছে না।

তবে কি কারণে নির্বাচন স্থগিত হয়েছে তা এখনই বিস্তারিত বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।