ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

২৯ মার্চ-১ এপ্রিল ১১০ উপজেলায় মোটরসাইকেল নিষেধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
২৯ মার্চ-১ এপ্রিল ১১০ উপজেলায় মোটরসাইকেল নিষেধ প্রতীকী

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। সেজন্য ২৯ মার্চ মধ্যরাত ১২টায় শেষ করতে হবে প্রচার কাজ। একইসঙ্গে ৭২ ঘণ্টার জন্য বন্ধ করতে হবে মোটরসাইকেলে চলাচল।

তফসিল অনুযায়ী, ৩১ মার্চ ১১০ উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়।

সে অনুযায়ী, ২৯ মার্চ মধ্যরাত ১২টার মধ্যেই সব প্রচার বন্ধ করতে হবে।
 
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ২৯ মার্চ রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ৩০ মার্চ মধ্যরাত ১২টা থেকে ৩১ মার্চ মধ্যরাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটরযান ভোটের এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।
 
ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৩১ মার্চ।
 
এবার পাঁচ ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ১৮ জুন শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার তালিকা দেখতে ক্লিক করুন
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।