ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত উপজেলা পরিষদের নির্বাচন

নেত্রকোণা: সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের পরিস্থিতি না থাকায় নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (০৮ মার্চ) দিনগত রাতে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রোববার (১০ মার্চ) ওই উপজেলার ভোটগ্রহণ করা হবেনা।

প্রসঙ্গত, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাটিতে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। তিনি বর্তমানেও এই উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

অপরদিকে, নৌকা তথা সুজনের প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলালের একান্ত অনুসারী মাসুদ আলম টিপু।  

এর আগে, সংসদ সদস্য বেলালকে এলাকা ত্যাগের নির্দেশও দেয় ইসি। পরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিনকে প্রত্যাহার করা হয়। তার পরিবর্তে এই থানায় যোগদান করেন জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি তাওহীদুর রহমান।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad