ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব ফখরুল নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৫, ডিসেম্বর ৩১, ২০১৮
বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব ফখরুল নির্বাচিত

বগুড়া: বগুড়ার-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৭ হাজার ২৭ ভোট ও মহাজোট প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ২৬২ ভোট।


 
মোট ১৪১টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার।
 
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।