bangla news

যশোর-১ আসনে আ’লীগের শেখ আফিল উদ্দিন জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-৩০ ৯:২৬:১০ পিএম
শেখ আফিল উদ্দিন (ফাইল ফটো)

শেখ আফিল উদ্দিন (ফাইল ফটো)

বেনাপোল (যশোর): যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন ২ লাখ ১১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৯৮১ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টায় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। 

ঘোষিত ফলাফলে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী বকতিয়ার হোসেন হাতপাখা প্রতীক নিয়ে ১ হাজার ৩৩০ ভোট পেয়েছেন। আর জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৭৭ ভোট।

অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। একইসঙ্গে তিনি পুনঃনির্বাচনের দাবি জানান।

যশোর-১ আসনে মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫৩৩ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৫৫ জন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   একাদশ জাতীয় সংসদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-12-30 21:26:10