ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জ-৪ আসনে আ.লীগ প্রার্থী তানভীর ইমামের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
সিরাজগঞ্জ-৪ আসনে আ.লীগ প্রার্থী তানভীর ইমামের জয় তানভীর ইমাম

সিরাজগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর ইমাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ১২৭ ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

নৌকা প্রতীক নিয়ে তানভীর পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৬৬৬ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা রফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৮৯৩ ভোট।

এ আসনের মোট ৩ লাখ ৯২ হাজার ৮৯ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন ও 
নারী ১ লাখ ৯২ হাজার ৯৬২ জন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।