ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুরে ১৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
লক্ষ্মীপুরে ১৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চারটি আসনে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বাংলানিউজকে এ তথ্য জানান।

এখন বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ জন।

 

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জাকির হোসেন পাটওয়ারী (জাতীয় পার্টি), সাহাবুদ্দিন তুর্কি (স্বতন্ত্র), হারুনুর রশিদ (বিএনপি), মাহবুব আলম (স্বতন্ত্র), এম এ গোফরান (জেএসডি)।  

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মো. হারুনুর রশিদ (বিএনপি), এম এ ইউছুফ (জেএসডি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি), রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র), শাহ আহমদ বাদল (বিকল্পধারা)।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আ ন ম শফিক উল্যা (গণফোরাম), গোলাম ফারুক পিংকু (আওয়ামী লীগ), এম এ সাত্তার (স্বতন্ত্র), মোহাম্মদ উল্লাহ (বাংলাদেশ মুসলিম লীগ), সাহাবুদ্দিন সাবু (বিএনপি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)।  

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মোহাম্মদ আব্দুল্লাহ (আওয়ামী লীগ) ও মাহমুদা বেগম (স্বতন্ত্র) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, প্রার্থীতা প্রত্যাহারের শেষে বৈধ প্রার্থী হিসেবে ২৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

বাংলাদে সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।