ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হিরো আলম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হিরো আলম হিরো আলাম/ছবি: বাংলানিউজ

ঢাকা: মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী মো. কাউছার আলী।

তিনি জানান, নির্বাচন কমিশন হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ফয়েজ আহাম্মদ তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।  

কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। হিরো আলম ৩ হাজার ৫শ ভোটারদের স্বাক্ষর-সম্বলিত তালিকা জমা দিয়েছিলেন। এর মধ্যে থেকে ১০ জনের তালিকা যাচাইকালে তিনজন ভোটারের তালিকা ভুয়া পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।  

প্রথমে জাতীয় পার্টি থেকে মনোনয়নের ফরম সংগ্রহ করেন হিরো আলম। তবে দলটির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন ভবনের ১১ তলায় নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হিরো আলমের আপিলের শুনানি হলে তাতে বাদ পড়ে তার মনোনয়ন।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ইএস/এএ

*** প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে হাওলাদার-দুলু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।