ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ধানের শীষ-ছাতা দু’টোই চায় এলডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ধানের শীষ-ছাতা দু’টোই চায় এলডিপি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীকের পাশাপাশি জোটের প্রতীকও চেয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।

রোববার (১১ নভেম্বর) দুপুরে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দলটির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ইসি সচিব হেলালুদ্দিন আহমদের দপ্তরে পৌঁছে দেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) কয়েকজন প্রার্থী দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করতে চায়।

আবার এলডিপির কয়েকজন প্রার্থী ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নিতে চায়।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইসিকে বলেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad