ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার: সিইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার: সিইসি উন্নয়ন মেলায় জেলা নির্বাচন অফিসের ইভিএম প্রদর্শনী

সুনামগঞ্জ: যারা ইভিএম-এ ভোট গ্রহণ মানেন না তাদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, উন্নয়ন মেলায় যেখানে আমরা ইভিএম প্রদর্শন করবো। সেখানে যদি তারা এটা দেখেন আমার বিশ্বাস তারাও এটা ব্যবহার করার জন্য আমাদের অনুরোধ করবেন।

শনিবার (০৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় জেলা নির্বাচন অফিসের ইভিএম প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, আগামী সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট নেওয়া সম্ভব হবে না।

তবে আমরা তা শুরু করতে চাই এবং সীমিত আকারে।  

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সিইসি বলেন, এটা সরকারের ব্যাপার, বিষয়টি তারা জানেন। এছাড়া তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. আলিমুজ্জামান, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা নির্বাচনী কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।