ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

তফসিল ঘোষণার পর নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
তফসিল ঘোষণার পর নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত বগুড়ায় সিইসির মতবিনিময়/ছবি: আরিফ জাহান

বগুড়া: ডিসেম্বরের মধ্যে আগামী একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ কথা বলেন।
 
সিইসি কেএম নূরুল হুদা আরো বলেন, আমরা আশা করছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

সব দলই নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের ক্ষেত্রে আইন পরিবর্তন করতে হবে। এ কারণে সীমিত একারে ইভিএম ব্যবহারের উদ্যোগে নেওয়া হয়েছে। জনগণকে আগেই ইভিএম এর বিষয়ে ধারণা দিতে তা প্রদর্শন ও কার্যকারিতার প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ‍নূরে আলম সিদ্দিকী সভাপত্বি করেন। এতে স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে সিইসি নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সাড়ে ১০টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইসি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।